মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর জান্তাপন্থিদের হামলা

ইত্তেফাক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৩

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ওপর হামলা চালিয়েছে জান্তার সমর্থকরা। গতকাল ইয়াংগুনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অভ্যুত্থানপন্থিরা ছুরিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এতে এক ফটোসাংবাদিক আহত হয়েছেন। এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণতন্ত্রের পক্ষের নেতাকর্মীদের প্রতি অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

আন্দোলনকারীদের ওপর নির্যাতনকে কারণ হিসেবে উল্লেখ করে এবার সেনাবাহিনী সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এক বিবৃতিতে জানানো হয়েছে, পহেলা ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে ভয়ংকর সহিংসতাসহ যা যা ঘটেছে তাতে এমন নিষেধাজ্ঞা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমরা মনে করি, ফেসবুক আর ইন্সটাগ্রামে টাটমাডোকে (মিয়ানমার সেনাবাহিনী) সুযোগ দেওয়ার ঝুঁকিটা অনেক বড়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের এক বছর

কালের কণ্ঠ | মিয়ানমার (বার্মা)
২ বছর, ২ মাস আগে

সু চির চার বছরের কারাদণ্ড

প্রথম আলো | মিয়ানমার (বার্মা)
২ বছর, ৪ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us