তিনজনকে খুনের দায়ে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর যে স্বীকারোক্তি তিনি দিয়েছেন তা রীতিমতো রোমহর্ষক। প্রথম একজনকে হত্যার পর তার হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না করেন। সেই খাবার অন্যদের খুন করার আগে তা খাবার হিসেবে পরিবেশন করে খাওয়ানোর চেষ্টা করেন।
গতকাল বুধবার (২৪ ফেবরুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, সন্দেহভাজন ওই খুনির নাম লরেন্স পল অ্যান্ডারসন। তিনি প্রথমে একজন প্রতিবেশিকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে তার শরীর থেকে হৃৎপিণ্ড বিচ্ছিন্ন করেন। সেই হৃৎপিণ্ড নিয়ে আসেন তার চাচার বাসায়।