অল্পের জন্য বেঁচে গেলো নিউজিল্যান্ড সমুদ্র উপকূলে আটকা ৪৯টি তিমি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৬
নিউজিল্যান্ড সমুদ্র উপকূলে আটকা পড়া ৪৯টি বিরল পাইলট তিমিকে ফেরানো হলো সাগরে। যদিও বালুকাবেলায় আটকা ৯টি তিমি মারা গেছে।পরিবেশবীদরা জানান, হঠাৎ ঝাঁক বেধে তিমির দল উঠে আসে উপকূলে। কিন্তু অগভীর পানিতে সেসব আটকা পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রাণীগুলোকে সাগরে ফেরত পাঠায় দেশটির পরিবেশ অধিদফতর।
এর আগে, ২০১৭ সালে প্রায় আড়াইশ তিমি উপকূলে আটকে মারা যায়। ধারণা করা হয়, সাগর তলদেশে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা ভূমিকম্পের ঘটনায় তীরে আসে বিশালাকার প্রাণিগুলো।