গ্যাসলাইন বসাতে কাটা পড়ছে ১১ হাজার গাছ

ইত্তেফাক প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১১

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা, কালিদাস, গজারিয়া, প্রতিমা বংকী, ছিলিমপুরসহ কয়েকটি এলাকায় সামাজিক বনায়ন ও সংরক্ষিত বনের গাছ কেটে গ্যাস পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এখানে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদেরা। সম্প্রতি ধুনুয়া-এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু-নলকা গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনে বনের গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে বনের ১১ হাজার ২৪৬টি গাছ কাটা পড়বে বলে জানা গেছে।

জানা গেছে, ২০১৪ সালে ধুনুয়া-এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু-নলকা গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন নির্মাণ প্রকল্প হাতে নেয় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিডেট (জিটিসিএল)। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) টাঙ্গাইল অঞ্চলের গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী বলেন, বনকে ধ্বংস করে গ্যাসের পাইপলাইন স্থাপন করা হলে জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। অন্যদিকে বন কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বৃহত্ স্বার্থে বনের যে পরিমাণ গাছ কাটা হবে, তাতে পরিবেশের ওপর তেমন প্রভাব পড়বে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us