মমতার ঘোষণার মেট্রোর উদ্বোধনে মোদী

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৫

২০১১-র বিধানসভা ভোটের আগে ২০১০-এর রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো সংযোগ প্রকল্পের ঘোষণা করেছিলেন। ২০২১-এর বিধানসভা ভোটের আগে সোমবার নরেন্দ্র মোদী সেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর প্রকল্পেরই উদ্বোধন করবেন।

আজ প্রধানমন্ত্রীর দফতর সরকারি ভাবেই জানিয়েছে, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর ৪.১ কিলোমিটার পথে মেট্রো রেল চালু হলে কালিঘাট ও দক্ষিণেশ্বরে দুই বিশ্ববিখ্যাত কালীমন্দিরের মধ্যে মেট্রো সংযোগ তৈরি হবে। এতে লক্ষ লক্ষ ভক্ত, পর্যটকের সুবিধা হবে। সড়কপথে ভিড় কমবে। ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী প্রথম মেট্রো পরিষেবা ‘ফ্ল্যাগ অফ’ করবেন। ৪৬৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ হয়েছে। পুরো খরচই কেন্দ্রীয় সরকারের। সরকারি সূত্রের বক্তব্য, মূলত জমি জটের কারণেই দশ বছর সময় লেগে গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বরাহনগরে জমি জটের সমস্যা মেটানোর পরে গত তিন বছরে ওই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us