নৌকা ছাড়া অন্য কোন যান নেই যে শহরে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৮

নেদারল্যান্ডসের ভেনিস বা ডাচ ভেনিস বলে খ্যাত ‘খিটহর্ন’ আসলে একটা সাধারণ ছোট গ্রাম ছিলো। দুই হাজার ছয়শ ত্রিশজন বসবাসকারী নিয়ে ওভারাইজেল প্রভিন্সের এ শহরটির কথা অনেকেই আগে জানতো না।
১৯৫৮ সালে বের্ট হান্সট্রা ‘ফানফেয়ার’ সিনেমার শুটিং করেন এখানে। সিনেমাটি খুব জনপ্রিয় হয়, প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন মানুষ এ সিনেমা হলে গিয়ে দেখেন। সঙ্গে সঙ্গে ‘খিটহর্ন’ এর নাম সারা বিশ্বে ছড়িয়ে যায়। পর্যটন হয়ে যায় আয়ের প্রধান উৎস। বিদেশ থেকেও পর্যটক আসা শুরু হয়, বিশেষ করে প্রতিবেশি জার্মানি আর বেলজিয়াম। এটি অত্যন্ত সমৃদ্ধ একটি গ্রাম ছিলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us