নিজ প্রচেষ্টায় কাঠ দিয়ে ফ্রিজ তৈরি করে সাড়া ফেলেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের আ. সুবর গাইনের পুত্র শাহিনুর আলম। সাশ্রয়ী মূল্যে এবং বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজটি দেখতে অন্যান্য ফ্রিজের মতোই। শান-শাইন নামে ফ্রিজটি ইতিমধ্যে মানুষের নজরকাড়তে সক্ষম হয়েছে।
সরেজমিনে কথা হলে শাহিনুর জানায়, কুমিল্লা পলিটেকনিক কলেজ থেকে ৪ বছরে মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে ২০১৩ হতে ২০১৭ সাল পর্যন্ত ঢাকায় গমেজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চাকরি করাকালীন নিজ উদ্যোগে কিছু করার চিন্তা শুরু করেন। এক পর্যায়ে চাকরি ছেড়ে বাড়িতে এসে অল্প কিছু পুঁজি যোগাড় করে কাঠ দিয়ে ফ্রিজ তৈরি করার জন্য কাজ শুরু করেন। প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স সামগ্রী যোগাড় করে সাতদিনের প্রচেষ্টায় কাঠ দিয়ে ফ্রিজ তৈরি করার কাজ শেষ করে।