
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) ১১ দিনব্যাপী অমর একুশে মেলা-২০২১ শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিব বর্ষ’ উদযাপনে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এবং অমর একুশে উপলক্ষে ঐক্য ফাউন্ডেশন ও পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের যৌথ সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।