অং সান সুচি'র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি জানিয়েছে, তাদের দলের সদর দপ্তরে "তল্লাশি ও তছনছ" করেছে দেশটির সেনাবাহিনী।বিবিসি বার্মিজ বিভাগের পাওয়া তথ্য অনুযায়ী মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙ্গে এনএলডির সদর দপ্তরে প্রবেশ করে।তবে দলটির কোন নেতাকর্মী এসময় সেখানে ছিলেন না।দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে এবং এর মধ্যেই সু চি'র দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটলো।