অনেকেই কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে পেনড্রাইভ বুটেবল করার প্রয়োজন পড়ে। কিন্তু বিষয়টি অনেকের কাছেই ঝামেলার মনে হয়। তবে কয়েকটি ধাপ মনে রাখতে পারলে বিষয়টি বেশ সহজ।
পেনড্রাইভ বুটেবল করার সহজ উপায় জেনে নিন-পেনড্রাইভ প্লাগিন করে start থেকে Command Prompt ওপেন করে কিছু কমান্ড টাইপ করলেই বুটেবল হয়ে যাবে। নিচে কমান্ডগুলো দেয়া হলো-