জার্মানিতে টিকা নিয়েও একই নার্সিংহোমের ১৪ জন করোনায় আক্রান্ত
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০
জার্মানির একটি নার্সিংহোমে নভেল করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়ার পরও ১৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে লকডাউন তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাভারিয়া অঙ্গরাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা।
সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে। জার্মানির ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিংহোমের সব বাসিন্দাকে বায়োএনটেক-ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। দুই ডোজের টিকার দ্বিতীয় ডোজ তাঁদের দেওয়া হয় গত ২৫ জানুয়ারি।