চূড়ান্ত ভোটার তালিকা অপ্রস্তুতসহ নানা কারণে ২১ মার্চের মধ্যে সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ করছে না নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা করার পর ভোট করবে ইসি। এদিকে পুরনো ভোটার তালিকায় নির্ধারিত সময়ের মধ্যে সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ সম্ভব নয়। এতে জটিলতা সৃষ্টি হতে পারে। এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস রয়েছে। এসব দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান ফাঁকা নাও থাকতে পারে।