‘আমাদের রাজনৈতিক ব্যবস্থার জটিলতা বাংলাদেশি বন্ধুদের বুঝতে হবে’

ডেইলি স্টার প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪২

গত কয়েক দশকে ভারত ও বাংলাদেশ আন্তঃসীমান্ত সন্ত্রাস, স্থলসীমা ও সমুদ্র সংশ্লিষ্ট বিরোধসহ বড় বড় বেশ কিছু বিষয়ে একমত হয়ে সমাধান করেছে। তবে পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সমস্যাসহ আরও বেশ কিছু ক্ষেত্রে দেশ দুটির পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। এমন বিভিন্ন বিষয়ে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন দ্য ডেইলি স্টারকে।

দ্য ডেইলি স্টার: বাংলাদেশের স্বাধীনতার এবং একইসঙ্গে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর হতে যাচ্ছে এ বছর। বাংলাদেশের অগ্রগতি এবং দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

বিক্রম কুমার দোরাইস্বামী: প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা মূলত বাংলাদেশিদেরই অর্জন। আমরা যুদ্ধে সহায়তা করেছি। তবে আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা বাংলাদেশি জনগণের নিজস্ব পরিচয় দৃঢ় করার ইচ্ছাকেই সমর্থন করেছি। দ্বিতীয়ত, আমাদের ৫০ বছরের দীর্ঘ সম্পর্ক রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর এই সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us