ডাকাতিতে জড়াচ্ছে বিভিন্ন বাহিনীর সাবেক সদস্যরাও

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০০

রাজধানীর আমিনবাজারে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। এদের মধ্যে ফারুক হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক করপোর‌্যাল। রবিবার (৩১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার মো. খোরশেদ আলম।

গত ১৪ জানুয়ারি এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি করে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সুরেশ চন্দ্র হালদার (৪৮), মিঠুন মজুমদার (৩৩), উজ্জল চন্দ্র দাস (৩২), মিহির দাসকে (৩২) গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাতে সোহেল আহমেদ পল্লব (৪৫), ফারুক হোসেন (৪০), শংকর চন্দ্র ঘোষ (৪৫), মিঠুন চৌকিদারকে (৩০) সাভার ও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকা, ২২ ভরি স্বর্ণ, ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us