দিল্লি বিস্ফোরণ: উদ্ধার হুমকি চিঠি, নজরে দুই সন্দেহভাজন

এইসময় (ভারত) প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১, ১১:৩৮

দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় ক্রমশই বাড়ছে আতঙ্ক। এবার ঘটনাস্থল থেকে উদ্ধার হল হুমকি চিঠি। শনিবার সকালে এলাকায় খানা তল্লাশির সময় পুলিশের হাতে আসে এই হাতে লেখা চিঠি। সূত্রের খবর, যেখানে উল্লেখ রয়েছে, ‘এটা শুধুমাত্র একটা ট্রেলার…’

জানা গিয়েছে, দিল্লি পুলিশের হাতে আসা ওই চিঠি ইজরায়েলের রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লেখা। চিঠিতে উল্লেখ রয়েছে দুই ইরানিকে হত্যার প্রসঙ্গও। জেনারেল কাশেম সোলেমানির হত্যার বদলা নেওয়ার কথাও লেখা রয়েছে। ফলে এই বিস্ফোরণে ইরানি যোগ রয়েছে বলেই তদন্তকারীদের অনুমান। দূতাবাসের সামনে বিস্ফোরণকে জঙ্গি হামলার চেষ্টা বলে মনে করছে ইজারায়েল। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইজরায়েলের এক আধিকারিক জানান, এটিকে জঙ্গি হামলার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। ইজরায়েলের রাষ্ট্রদূতকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। এনিয়ে একাধিক সংস্থা তদন্ত করছে। বিস্ফোরণের পর ইজরায়েলের বিদেশমন্ত্রী গাবি আশকেনজাইয়ের সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দূতাবাসের সব কর্মী নিরাপদ ও সুরক্ষিত রয়েছেন বলেও আশ্বাস দেন জয়শঙ্কর। এদিকে, সাম্প্রতিক অতীতে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরেছে। তাই রাজধানীতে ধামাকা ঘটিয়ে ইরান ঘুরপথে দুই দেশকেই বার্তা দিল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us