ঢাকার প্রস্তাবিত সার্কুলার রেললাইনে আরও বিস্তৃত পরিকল্পনা

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ১৩:১০

ঢাকার চারপাশে সার্কুলার রেললাইন তৈরির পরিকল্পনা করছে সরকার। এই পরিকল্পনায় কেরানীগঞ্জ এবং পুরো পূর্বাচল অঞ্চল অন্তর্ভুক্ত করা যায় কি না, সে সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

গতকাল বুধবার ঢাকা মহানগরীর চারপাশে সার্কুলার রেললাইন নির্মাণ সংক্রান্ত খসড়া সম্ভাব্যতা জরিপ প্রতিবেদন নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন বলে নিশ্চিত করেছেন সভায় অংশ নেওয়া তিন জন সদস্য।

তারা জানান, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন।

খসড়া সম্ভাব্যতা জরিপ প্রতিবেদন অনুসারে, ৮০ দশমিক ৮৯ কিলোমিটার দীর্ঘ এই সার্কুলার রেললাইনটি বিদ্যমান অভ্যন্তরীণ রিং রোড এবং রাজধানীর পূর্ব বাইপাস বাঁধ হয়ে যাবে। নারায়ণগঞ্জ জেলার কিছু অংশও এই রেললাইনের আওতায় পড়বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us