রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। তিনি দেশের সর্বেসর্বা, একক কর্তৃত্বের অধিকারী। কিন্তু এই মহাপ্রতাপশালী ব্যক্তিও অন্তত একজনকে ভয় পান। ভাবছেন, তিনি কে?
বছর সাতেক আগে এই প্রশ্নের উত্তর আসে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায়। পত্রিকাটিতে বলা হয়, পুতিন সবচেয়ে বেশি ভয় পান যে ব্যক্তিকে, তিনি হলেন অ্যালেক্সি নাভালনি।
ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় যখন এভাবে নাভালনিকে চিত্রায়িত করা হয়, তখন তাঁর বয়স মাত্র ৩৭। এখন তিনি ৪৪।
নাভালনি সম্পর্কিত এই ‘তকমা’ অনেকের কাছে অতিশয়োক্তি মনে হতে পারে। কিন্তু সম্প্রতি তাঁকে ফের জেলে পোরা থেকে শুরু করে সার্বিক দিক ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে এই তকমার ভিত্তি খুঁজে পাওয়া যায়।