
ঢাকার হাতিরঝিলে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ফারজানা ইয়াসমিন (আসল নাম নয়)। সেখানে কয়েকজন ছেলে তাদের নিয়ে বাজে মন্তব্য করায় তার বন্ধু প্রতিবাদ করেন। তখন সেই ছেলেগুলো তার বন্ধুকে দল বেধে মারধরও করে। একপর্যায়ে তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হন।
এরকম ঘটনা নতুন নয়। হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন উদ্যানে বেড়াতে গিয়ে এরকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেকেই।