উৎসাহের ভোটে শঙ্কাও কম নয়

প্রথম আলো প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০৭:০০

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। জয়ের সম্ভাবনা কার বেশি, এই আলোচনা ছাপিয়ে ভোট কেমন হবে, সে প্রশ্নই বড় হয়ে উঠেছে এই নির্বাচনে। এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হবে না। কয়েক ঘণ্টার মধ্যেই ভোট কেমন হবে, তা স্পষ্ট হয়ে যাবে।

নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫। এর মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৬ শতাংশ

ভোট নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর চট্টগ্রামে নানা আলোচনা–আড্ডায় স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা ছিলেন অনেকটাই নির্ভার। সবকিছু ‘নিয়ন্ত্রণ’ রয়েছে, এমন একটা ভাব ছিল তাঁদের মধ্যে। অন্যদিকে বিএনপি নেতাদের কথায় ছিল শঙ্কা। শুরু থেকে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে পারবেন কি না, দলের নেতাদের মধ্যে এ আলোচনা ছিল। আর সাধারণ মানুষ ভোট নিয়ে তাঁদের আগ্রহের পাশাপাশি সংঘাতের আশঙ্কার কথাও বলেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us