হাতে হাত, মুখে জাতীয় সঙ্গীত, একসঙ্গে কে-টুতে পা ১০ শেরপার, দেখুন ভিডিয়ো

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৬:৩৪

প্রাণের ঝুঁকি নিয়ে অবিরাম বরফে ঢাকা পর্বতশৃঙ্গ অভিযানে যান তাঁরা। অথচ সেই সাফল্যের কৃতিত্ব তাঁরা পান না। মূলত আড়ালেই রয়ে যায় তাঁদের কৃতিত্ব। সেই শেরপারাই এ বার শীতকালে মাউন্ট কে-টু জয়ের শিরোপা পেলেন। কোনও ব্যক্তি হিসাবে নয়, নেপালিদের প্রতিনিধি হয়ে একসঙ্গে ১০ শেরপা কে-টু জয় করলেন। তাঁদের সেই অভিযানের ভিডিয়ো সামনে আসতেই মুহূর্তে তা জনপ্রিয় হয় নেটাগরিকদের মধ্যে।শীতকালীন এই অভিযান শুরুর সময়ে যা প্রায় অসম্ভব বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু গত ১৬ জানুয়ারি বিশ্বের দ্বিতীয় উচ্চতম কে-টু (৮৬১১ মিটার) শৃঙ্গ ছুঁয়ে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন ১০ জন নেপালি শেরপার একটি দল। সেই সঙ্গে তাঁরা পর্বতারোহণে নতুন ইতিহাস সৃষ্টি করলেন। এই দলে ছিলেন নির্মল পুরজা, গেলজে শেরপা, মিংমা ডেভিড শেরপা, মিংমা তেনজি শেরপা, দাওয়া তেম্বা শেরপা, পেম ছিরি শেরপা, মিংমা জি, কিলি পেম্বা শেরপা, দাওয়া তেনজিং শেরপা এবং সোনা শেরপা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us