বগুড়ায় এসআইয়ের নামে মামলা, ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

প্রথম আলো প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৬:০৪

৩৯ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী বাদী হয়ে গতকাল রোববার মামলা করেন। এসআই আলমগীরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শৈলীসবলা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলমগীর ১৯৯৭ সালের ২৪ এপ্রিল ডিএমপির দাঙ্গা দমন বিভাগে কনস্টেবল পদে যোগ দেন। পদোন্নতির পর ২০১৩ সালের ২১ জুলাই তিনি বগুড়ার শাজাহানপুর থানায় এসআই হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন। একই বছরের নভেম্বরে তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) এসআই পদে যোগ দেন। ২০১৮ সাল পর্যন্ত ডিবিতেই কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সোনাতলা থানায় একই পদে কর্মরত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us