
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে রাজস্থান গ্রুপের প্রধান নির্বাহী মাইক ফর্ডহাম বলেন, ‘খেলোয়াড় ও নেতা হিসেবে দুর্দান্ত ক্রিকেটীয় জ্ঞান নিয়ে আসছেন সাঙ্গাকারা। তাকে দলে নিতে পেরে আমরা আনন্দিত। দলের খেলোয়াড় ও কোচদের সাফল্য পেতে তিনি উদ্বুদ্ধ করবেন বলে আমরা আশাবাদী।’ আধুনিক যুগের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সাঙ্গাকারা। ১৬ বছরের ক্যারিয়ারে ২৮ হাজার রান করেছেন তিনি। এ ধরনের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেট প্রতিযোগিতায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।
- ট্যাগ:
- খেলা
- করোনা ভাইরাসের প্রাদুর্ভাব