
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের কাছে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের উইকেটে রান তুলতে সংগ্রাম করেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। স্লো-লো বাউন্সের উইকেটের কারণে সিরিজ জুড়ে ব্যাটিং দৈন্য উইন্ডিজদের মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামে রানের উইকেট আশা করছেন ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ রডি এস্তউইক। রবিবার ক্যারিবিয়ান এই কোচ বলেছেন, সাগরিকার উইকেটের বড় স্কোর দেখা যেতে পারে।
- ট্যাগ:
- খেলা