নৌকার শ্রমিক হিসেবে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন মো. সুজন। মাঝসমুদ্রে যখন তাঁরা মাছ ধরায় ব্যস্ত ঠিক তখন পাশের একটি জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে তাঁদের নৌকাটি যোগ দেয় উদ্ধারকাজে। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। একপর্যায়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা চারটি লাশ পান।
কাছে গিয়ে একটি লাশের মুখের দিকে তাকিয়েই জ্ঞান হারিয়ে ফেলেন সুজন। লাশটি ছিল সুজনের বাবা মোহাম্মদ শাহজাহানের।