
সিলেট শহরতলীর একটি পাহাড়ি ছড়া থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরটির গায়ে অন্তত ৩০টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। আজ রবিবার ময়নাতদন্ত শেষে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত কিশোরের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন খাদিমপাড়া কাউরতল এলাকার একটি পাহাড়ি ছড়ায় এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- কিশোর