স্বতন্ত্র মেয়র প্রার্থীকে গুলি করে হত্যার হুমকি আওয়ামী লীগ প্রার্থীর

মানবজমিন প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

চাঁপাই নবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মতিউর রহমান খানকে গুলি করে হত্যার হুমকি দিলেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস। তার কর্মী-সমর্থকদেরও প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল বিকালে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মতিউর রহমান খান। এ সময় তিনি হত্যার হুমকির দু’টি মোবাইল অডিও ক্লিপ সাংবাদিকদের সরবরাহ করেন। সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মতিউর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, মনোনয়নপত্র জমাদানের পর থেকেই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস চাপ প্রয়োগ করে আসছেন। গত ১১ই জানুয়ারি দু’দফা মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি দেন। তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস আরো হুমকি দিয়ে বলেন, “তোকে মেরে ফেলে হলেও আমি তো মেয়র হবোই।” এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান তিনি। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান মতিউর রহমান খান।এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, আশরাফ আলী খান, মোবারক হোসেন, স্থানীয় ব্যবসায়ী নেতা ফসিউর রহমান খান, রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি হুমায়ন কবির বাবুসহ মেয়র প্রার্থী মতিউর রহমান খানের কর্মী-সমর্থক। এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রাব্বানি বিশ্বাস গুলি করে হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, এটি মিথ্যা কথা। কিভাবে (অডিও রেকর্ড) এটি করেছে সেটা আমি জানিনা। সে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছে। তাই প্রতিহিংসার কারণে এসব কথা বলছে। প্রসঙ্গত ৩০শে জানুয়ারি তৃতীয় ধাপে চাঁপাই নবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us