
করোনা টিকাকরণের ষষ্ঠ দিনে, আজ, শুক্রবার রাজ্যে ভ্যাকসিন সেন্টারের সংখ্যা এক ধাক্কায় দ্বিগুণ হয়ে ৪০০-র উপর যাচ্ছে। বৃহস্পতিবার ৭,৬৯২ জন টিকা নেন। এতে টিকাকরণের হার পৌঁছয় ৮১%-এ।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, এ দিন বিকেলের দিকে কো-উইন পোর্টাল ফের ভোগালেও মোটের উপর অ্যাপটি আগের চেয়ে ভালো চলছে। সূত্রের খবর, দু’ দফায় প্রায় ১৪ লক্ষ ডোজ কোভিশিল্ড আসার পর আজ কোভ্যাক্সিনের দেড় লক্ষ ডোজ পৌঁছতে পারে কলকাতায়। সেগুলিকেও মজুত করা হবে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরেই।