
health & fitnessনা, এমন নয় যে, মদ না ছুঁলেই করোনা থেকে নিরাপদ থাকবেন আপনি। লকডাউনে বন্ধ থাকার পর সব কিছুই স্বাভাবিক নিয়মে খুলতে শুরু করেছে। খুলেছে বারও। সুরাপ্রেমীদের মন আনন্দে মেতে উঠলেও টিকা নেওয়ার পর অ্যালকোহল পান করা উচিত কিনা সে বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রাণ বাঁচাতে গেলে টিকা নির্মাতাদের পরামর্শ মেনে চলা ছাড়া উপায় নেই।