বাড়ি-গাড়ি করবেন আর জনগণের স্বার্থ দেখবেন না তা হতে পারে না

ইত্তেফাক প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ০৭:০৯

নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে গত এক যুগে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে। কিন্তু এসব আর্থিক প্রতিষ্ঠান দেখভালের দায়িত্বে থেকেও এই লুটপাট ও অর্থ পাচার রোধ করতে পারেননি বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব পালনের ব্যর্থতায় উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বরতরা সবাই সরকারি কর্মচারী। দায়িত্বে থেকে এই কর্মকর্তারা লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি শনাক্ত না করে খেয়েদেয়ে গাড়ি-বাড়ি বানাবে, দেশ ও জনগণের স্বার্থ দেখবেন না, তা হতে পারে না।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করে। একই সঙ্গে ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এসব আর্থিক প্রতিষ্ঠান দেখভাল ও অর্থ পাচার রোধে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের তালিকা ও তাদের পরিচয় দাখিল করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছে আদালত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us