পটুয়াখালীতে সরকারি ঘর পাচ্ছে ২১৩১ পরিবার

মানবজমিন প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

পটুয়াখালী জেলায় মুজিববর্ষ উপলক্ষে ৮টি উপজেলায় ২১৩১ ভূমহীন গৃহহীন ঘর ও জমি পেতে যাচ্ছেন। ২১শে জানুয়ারি  বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসক দরকার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহ. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান  বিষয়ক প্রেসব্রিফিং সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী উপস্থিত সাংবাদিকদের জানান। জেলা প্রশাসনের আয়োজনে প্রেসব্রিফিং সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এ ছাড়াও বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাবেক সভাপতি জাকির হোসেন, ট্রেজারার আবুল হোসেন তালুকদার, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রিন্স,জাকির মাহমুদ সেলিম প্রমুখ। প্রেসব্রিফিং সূত্রে জানাগেছে, জেলার ৮টি উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে দুই পর্যায় সরকার ২,১৩১টি ঘর বরাদ্দ প্রদান করেন। ১ম পর্যায়ে ১,৩৩৮টি, ২য় পর্যায়ে ৭৯৩টি ঘর বরাদ্দ প্রদান করেন। যার প্রতিটি ঘরের মূল্য ১,৭১,০০০ টাকা। মোট বরাদ্দ ৩৬কোটি ,৪৪ লাখ, ১০০০ টাকা।আগামী ২৩শে জানুয়ারি সকাল ১০টায় ভিডিও ভার্চ্যুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী জেলায় ২,১৩১টি ঘরের মধ্যে ৭২৯টি ঘর উদ্বোধন করবেন। এর মধ্যে সদর উপজেলায় ৫০টি, মির্জাগঞ্জে ৩২টি, দুমকিতে ১৯৫টি, বাউফলে ১০টি,  দশমিনায় ৪৭টি,  গলাচিপায় ১০টি কলাপাড়ায় ২৩৫টি এবং রাঙ্গাবালীতে ১৫০টি। প্রতিটি বাড়ি দৃষ্টি নন্দন ডিজাইনে উন্নতমানের সরঞ্জামে তৈরি। সেমিপাকা প্রতিটি গৃহ ০২টি বেডরুম, ০১টি বাথরুম এবং বারান্দাসমূহ। ঘরের উপরে রয়েছে উন্নতমানের রঙিন টিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us