ভাসানচরের সুযোগ-সুবিধা দেখে রোহিঙ্গারা দলে দলে আসবে

মানবজমিন প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ০০:০০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা এতদিন ভুল বুঝেছিল যে, ভাসানচরে তাদের নানা ধরনের অসুবিধা হবে। ভাসানচর ও আশপাশ এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য থানা উদ্বোধন করা হয়েছে। ভাসানচরের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে ভবিষ্যতে রোহিঙ্গারা দলে দলে এখানে আসবে। গতকাল দুপুরে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থানা উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তফা কামালউদ্দিন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। অনুষ্ঠানে পুলিশ সুপার নোয়াখালী আলমগীর হোসেন ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহ সামগ্রিক বিষয়ে প্রধান অতিথিসহ সকলকে অবহিত করেন। আইনশৃঙ্খলা নিশ্চিতের জন্য চরঈশ্বর ইউনিয়নের ৬টি মৌজা প্রায় ৬৫ বর্গ কি.মি নিয়ে গঠিত  নোয়াখালীর ১০ম এ থানায় অফিসার ইনচার্জ মাহে আলম সহ ২ জন এস আই (নিঃ), ৪ জন এএসআই (নিঃ), ১৭ জন কনস্টেবলসহ মোট ২৪টি পদ গঠন করা হয়েছে। উল্লেখ্য, ভাসানচরে এক লাখ রোহিঙ্গার স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ২০১৭-এ থানা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। পরে ২০১৯ সালের ডিসেম্বরে ২৪টি পদের অনুমোদন দেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us