
newsভারতে এই মুহূর্তে WhatsApp-এর একটা বিরাট সংখ্যক ইউজার রয়েছে, যে সংখ্যাটা 400 মিলিয়নও ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্র WhatsApp-কে লেখা চিঠিতে পরিষ্কার জানাচ্ছে, ভারতে তাঁদের বাজার বিরাট, অথচ সেই ভারতীয়দেরই সম্মান দিচ্ছে না এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম।
- ট্যাগ:
- আন্তর্জাতিক