হুইল চেয়ারে বসে ২৫০ মিটার উঁচুতে

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১৮:০৫

মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য অর্থ সংগ্রহ করতে শনিবার ১০ ঘণ্টারও বেশি সময় ধরে হুইল চেয়ার চালিয়ে চালিয়ে ২৫০ মিটার উঁচুতে ওঠেন ৩৭ বছর বয়সি লাই চি ওয়াই৷ দশ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় সাবেক এই পর্বতারোহীর কোমরের নীচের অংশ অবশ হয়ে যাওয়ায় কোলুন উপত্যকার ৩০০ মিটার উঁচু নীনা টাওয়ারের চুড়ায় আর উঠতে পারেননি৷ লাই ২০১১ সালের আগে ক্লাইম্বিংয়ে চারবার এশিয়া চ্যাম্পিয়ানহয়েছেন৷ এক সময় সারা বিশ্বে অষ্টম ছিলেন তিনি ৷

শনিবার প্রায় অসাধ্য সাধনের পর তিনি বলেন, ‘‘আমি সত্যিই ভয় পেয়েছিলাম, পাহাড়ে ওঠার সময় পাথর বা ছোট ছোট গর্তগুলোতে ধরা যায়, কিন্তু এখন আমার গ্লাস দিয়ে শুধু তারের দড়ির ওপর ঝুলে থাকতে হয় ৷'' তবে তার এই প্রচেষ্টায় রোগীদের জন্য ৬৭০,৬৩৯ ডলার সংগ্রহ করতে পেরে তিনি আনন্দিত৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us