তিউনিসিয়ায় আবারো গোলযোগ ও দাঙ্গা

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৭

আরব অভ্যুথান চলাকালীন তিউনিসিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট, জেইন আল আবেদীন বেন আলী'র পদত্যাগের ১০ বার্ষিকীতে, দেশে দাঙ্গা ও লুটতরাজের খবর পাওয়া যায় I প্রধানমন্ত্রী হেচিম মেচিচি শনিবার বড় ধরণের মন্ত্রিসভা পরিবর্তনের কথা জানালে দাঙ্গার সূত্রপাত ঘটে I আরব মাধ্যমে ভিডিওতে যুবক বয়সীদের ব্যাংকে আগুন ও লুটপাট করতে দেখা যায় এবং বড় বড় শহরগুলিতে দ্বিতীয় দিনের মতো ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিনের কাজকর্ম ব্যাহত হয় I

স্বরাষ্ট্র মন্ত্রী জানান, সহিংসতায় জড়িত থাকার জন্য ২৪২ জনকে গ্রেফতার করা হয়েছে I প্রধানমন্ত্রী মেচি চি বলেন, দুর্নীতি, বেকারিত্ব অবসান এবং অর্থনৈতিক দৈন্য অবসানে তিনি মন্ত্রিসভায় পরিবর্তন আনতে চেয়েছিলেনI
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us