চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখনও প্রতিদিন প্রাণ কাড়ছে হাজার হাজার মানুষের। এর উৎসভূমি চীন হলেও কীভাবে তা ছড়িয়েছে তা নিয়ে শুরু থেকেই বিতর্ক। চীনের দাবি, সামুদ্রিক প্রাণীর বাজার থেকে ছড়িয়েছে করোনা। তবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ দাবি করে আসছে চীনের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে করোনা। আবার অনেকের দাবি বাদুড় থেকে ছড়িয়েছে এই ঘাতক ভাইরাস।
এবার চীনের এক বিজ্ঞানী সেই বিতর্কে ঘি ঢাললেন। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে, ভাইরাস সংক্রান্ত নমুনা সংগ্রহের সময় তার হাতে কামড় দিয়েছিল করোনা আক্রান্ত একটি বাদুড়। তার এই স্বীকারোক্তিতে করোনার উৎস নিয়ে আরও একবার চীনের অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।