অভ্যন্তরীণ উগ্রবাদ যখন বৃহত্তম শক্তির হুমকি!

ইত্তেফাক প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০৬:৪২

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে নজিরবিহীন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভক্তির বিষয়টি সবার নজরে এসেছে। অনেকেই বলছেন, গত চার বছরে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিনিদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, কট্টর জাতীয়তাবাদের উত্থান হয়েছে। আর এই অভ্যন্তরীণ অসহিষ্ণুতা এবং উগ্রবাদই মার্কিন স্বার্থ আর মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি! আগামী বুধবার ২০ জানুয়ারি, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন। এই শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮৬৯ সালের পর এই প্রথম কোনো বিদায়ি প্রেসিডেন্ট তার উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। ট্রাম্পের দাবি—তিনি পরাজিত হননি বরং ডেমোক্র্যাটরা ভোট জালিয়াতি করে জয়ী হয়েছে। ট্রাম্পের বেশির ভাগ সমর্থকও এটাই মনে করেন। ট্রাম্প গত ৩ নভেম্বরের নির্বাচনের ফল উলটে দিতে সব রকম চেষ্টা করেছেন। ট্রাম্পকে ক্ষমতায় রাখতে গত ৬ জানুয়ারি তার সমর্থকরা ক্যাপিটলে হামলা চালায়। যেখানে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us