নাসিরনগরে মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন মক্তব বাজার প্রাঙ্গণে গত ১৬ই জানুয়ারি নারী নির্যাতন মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৬শে ডিসেম্বর ধরমন্ডল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেওরত কবরস্থানের পূর্ব পাশে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হাসিনা বেগম তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি দেওরতে এক বিয়ের অনুষ্ঠানে রওনা হন। বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর মোবাইল নেয়ার জন্য স্বামী হিরণ আলীকে বাড়িতে পাঠান। হাসিনা বেগম (৩৫)কে একা পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা ৪ জন জোর করে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে স্বামী ও পাড়া প্রতিবেশী দৌড়ে এসে উদ্ধার করে। এ ব্যাপারে হিরণ মিয়া বাদী হয়ে ১লা জানুয়ারি  নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মানববন্ধনে ভুক্তভোগী নির্যাতনের বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, একটি বিশেষ মহল মামলাটিকে ভিন্নখাতে প্রভাবিত করার লক্ষ্যে স্থানীয় ফরহাদ সহ কয়েকজনকে আসামি করার হুমকি প্রদান করে। উল্লেখ্য, ফরহাদ মামলা এবং সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত নয়। মানববন্ধনে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার রমজান মিয়া, সাবেক মেম্বার জিতু মিয়া, হাজী আলাই মিয়া, নবাব মিয়া, জলিল মিয়া, বাছির মিয়া প্রমুখ। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বাহার চৌধুরী জানান, ‘আমার জানা মতে ঘটনা সত্য’। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. আনিচুল হক জানায়, মামলাটি তদন্তনাধীন ও আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us