
ভারতে তৈরি মোবাইল অ্যাকশন গেম ‘ফউজি’-র চলে আসার কথা ছিল গত বছরের ডিসেম্বর মাসে। কিন্তু সেই তারিখও পিছিয়ে গিয়েছে। এখন তারিখ এসে দাঁড়িয়েছে ২৬ জানুয়ারি। এরই মধ্যে বিভিন্ন মহলে জোর গুঞ্জন, ভারতে ফিরে আসছে ‘পাবজি’। এমনও শোনা যাচ্ছে, জানুয়ারি মাসের শেষ দিকেই ভারতীয় গেমার-দের ফোনে আবার ফিরে আসবে এই অ্যাকশন গেম।