বঙ্গে ভোটার হলেন স্বপন, মুকুল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ০৪:১৯

দু’জনেই ছিলেন দিল্লির ভোটার। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দু’জনেই হয়ে গেলেন এ রাজ্যের ভোটার। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। মুকুলবাবুর নাম উঠেছে বীজপুর বিধানসভার ভোটার তালিকায়। যেখানে তাঁর বাড়ি। আর স্বপনবাবুর নাম রয়েছে বালিগঞ্জ বিধানসভার ভোটার তালিকায়। সেখানে তাঁর বাড়ি।

তাৎপর্যপূর্ণ হল, বিধানসভা ভোটের আগে রাজ্যে স্বপনবাবুর সক্রিয়তা নিয়ে বিজেপির অন্দরমহলে নানা গুঞ্জন আছে। বিজেপি সূত্রের খবর, অমিত শাহের নির্দেশে লোকসভা ভোটের আগে থেকে ধীরে ধীরে এ রাজ্যে সক্রিয় হয়েছেন স্বপনবাবু। লোকসভা ভোটের আগে রাজ্যের জেলাগুলিতে ঘুরে ঘুরে শিক্ষিত, সচেতন মানুষের মধ্যে বিজেপির প্রভাব বিস্তারের কাজ করতেন তিনি। এ বারও বিধানসভা ভোটের আগে অনেক দিন ধরেই তিনি সে কাজ করছেন। কিন্তু স্বপনবাবুর কলকাতায় বাড়ি থাকলেও দীর্ঘ দিন ধরেই দক্ষিণ দিল্লির বাসিন্দা হওয়ার সুবাদে সেখানকারই ভোটার ছিলেন তিনি। এ বার তিনি বালিগঞ্জের ভোটার হওয়ায় তাঁকে নিয়ে জল্পনা বাড়তে পারে। তিনি কি এ রাজ্যে বিধানসভা ভোটে লড়বেন? স্বপনবাবু বলেন, ‘‘কেন? এখানে আমার বাড়ি আছে। আমি ভোটার হিসাবে তালিকায় নাম তুলেছি।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us