বিশ শতকের একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে ছিল অনেক ধর্ষকও৷ তাদের শিকার হয় অন্তত দুই লাখ ৩০ হাজার নারী৷ নিপীড়িত এই নারীদের সম্মান জানাতে গিয়ে এদেশের বক্তার দল প্রায়ই ‘সম্ভ্রমহানি' শব্দটি প্রয়োগ করে থাকেন৷ এখানে ‘সম্ভ্রমহানি'- আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ধর্ষণের লজ্জার ভাগ নিতে হয় ধর্ষণের শিকার নারীকেই৷ অথচ অন্য যেকোনো অপরাধের বেলায় দোষ বলুন, লজ্জা বলুন- সবই অপরাধীর৷