
মুজিব শতবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টিতে আরও অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চ্যুয়াল অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আজ বুধবার সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি তাঁর শুভেচ্ছা বক্তৃতায় এ আশাবাদ ব্যক্ত করেন।