ফেব্রুয়ারিতে টিকাদান শুরু

প্রথম আলো প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১০:০০

ফেব্রুয়ারির শুরুর দিকে দেশের মানুষকে করোনার টিকা দেওয়া শুরু হবে। ব্যাপকভাবে মানুষকে টিকা দেওয়ার আগে কিছু স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবককে টিকা দেওয়ার পর পর্যবেক্ষণ করা হবে। টিকা দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এই তথ্য দেন। করোনার টিকা প্রয়োগ পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে যেকোনো দিন ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা দেশে আসবে। এই টিকা আনবে বেক্সিমকো ফার্মা। টিকা দুই দিন বেক্সিমকো ফার্মার সংরক্ষণাগারে থাকবে। তারপর বেক্সিমকো সেই টিকা বিভিন্ন জেলায় পৌঁছে দেবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে টিকা নেবে স্বাস্থ্য বিভাগ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us