নিয়ম ভেঙে বিদ্রোহী মেয়র প্রার্থীর প্রস্তাবকারী সরকারি কর্মকর্তা!
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২১, ১০:০৬
নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর প্রস্তাবকারী হয়েছেন এক সরকারি কর্মকর্তা। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা নিয়ম ভেঙে মেয়র প্রার্থীর প্রস্তাবকারী হওয়ায় নির্বাচন অফিসের কর্মকর্তাদের মধ্যে তোলপার শুরু হয়েছে। পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় ঐ মেয়র প্রার্থীর মনোয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি মির্জাপুর পৌরসভার নির্বাচন। গত ৩১ ডিসেম্বর ছিল মনোনয়পত্র জমাদানের শেষ দিন। বাছাই ছিল ৩ জানুয়ারি, প্রত্যাহার ১০ জানুয়ারি এবং ১১ জানুয়ারি হবে প্রতীক বরাদ্দ।