দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা গ্রামের তেলিপাড়া নামক স্থানে দাঁড়িয়ে আছে প্রাচীন সুর মসজিদ। যার দৈর্ঘ্য ২২ ফুট ও প্রস্থ ১২ ফুট। পূর্ব দেওয়ালে রয়েছে তিনটি দরজা, পশ্চিমে তিনটি মেহেরাব। ওপরে তিনটি গোলাকার ছোট গম্বুজ।
এর নির্মাণ শৈলী দেখে অনেকের ধারণা এটি মোগল যুগে নির্মিত। স্থানীয়রা মসজিদটি সংরক্ষণের দাবি জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মো. ছামছুল আলম জানান, মসজিদটি কবে নাগাদ প্রতিষ্ঠা হয়েছে এবিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলি সাদিক জানান, এবিষয়ে ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে জানানো হয়েছে।