
নওগাঁর রাণীনগর উপজেলার কাটরাশইন-গহেলাপুর সোলিং গ্রামীণ সড়কটি বেহাল হয়ে পড়েছে। রাস্তার মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের মানুষের। এদিকে দিন দিন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
তবুও রাস্তাটি সংস্কারের কোনও উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।স্থানীয় সূত্রে জানা গেছে, জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে উপজেলার কাটরাশইন বাজার থেকে গহেলাপুর পর্যন্ত মাটির প্রায় এক কিলোমিটার রাস্তা ২০১৩ সালে ইট দিয়ে সোলিং করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- সড়কের বেহাল দশা