১৬ বছরে এত বাজে সময় আসেনি বার্সায়

প্রথম আলো প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ১১:১৩

ভবিষ্যতে বার্সেলোনাসংশ্লিষ্ট কেউ যখন পেছনে ফিরে তাকাবেন, ২০২০ সালটাকে হয়তো এড়িয়েই যেতে চাইবেন তাঁরা। আর করবেন না-ই বা কেন? লিগ হাতছাড়া হয়ে যাওয়া, চ্যাম্পিয়নস লিগে আরেকবার ভরাডুবি, সভাপতির সঙ্গে বিবাদে জড়িয়ে দলের সবচেয়ে বড় তারকার ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছা—কী হয়নি এই বছরটায়? সদ্য অতীত হয়ে যাওয়া বছরটার আরেকটা রেকর্ড সামনে এল এবার, যা অবশ্যই বার্সেলোনা ভুলে যেতে চাইবে।

২০২০ সালে বার্সেলোনা গোল করেছে মোটে ৯৯টি। মেসি, কুতিনিও, গ্রিজমান, সুয়ারেজ, ফাতি কিংবা দেম্বেলেরা মিলে ১০০ গোলের মাইলফলকটাও ছুঁতে পারেননি। এত কম গোল বার্সেলোনা শেষ কোন বছরে করেছিল, গবেষণার বিষয় নিশ্চয়ই। আর সেই গবেষণাটাই করে দেখিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার পরিসংখ্যানবিদেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us