মমতা-সরকারের প্রতি অনাস্থায় বিজেপি ছুঁতমার্গ নেই বাম-কংগ্রেসের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১৯:২৬

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি অনাস্থায় বিধানসভার অন্দরে বিজেপি-র সঙ্গে ভোট দিতে আপত্তি নেই বাম-কংগ্রেসের। বৃহস্পতিবার বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে কার্যত এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। যদিও দুই নেতাই বিজেপি-র সঙ্গে তাঁদের ‘রাজনৈতিক অবস্থান’কে এক করে দেখতে নারাজ।

বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে দুই বিরোধীনেতা দাবি করেন, যে ভাবে তৃণমূলের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী এবং বিধায়করা দল ছাড়তে শুরু করেছেন, মন্ত্রীরা বেসুরো কথা বলছেন, তাতে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে। দুই নেতার মন্তব্য, ‘‘এই একের পর এক দলবদলে আমরাও বিভ্রান্ত। তাই সরকারের উচিত নিজেদেরই বিধানসভার অধিবেশন ডেকে আস্থাভোটের সম্মুখীন হওয়া।’’ প্রত্যাশিত ভাবেই বিধানসভায় আস্থাভোট হলে তাঁরা মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ভোট দিতে চান। মমতা-সরকারের বিরুদ্ধে ভোট দেবে বিজেপি-ও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি বিজেপি-র সঙ্গে একযোগে বিধানসভায় মমতার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ভোট দেবে বামপন্থী দলগুলো এবং কংগ্রেস ?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us