মহামারীকালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়হীন বছর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ২৩:২৩

করোনাভাইরাসের মহামারীর বছরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার রায় দিতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

যুদ্ধাপরাধীদের বিচারে ২০১০ সালের ট্রাইব্যুনাল গঠনের পর ২০১৩ সাল থেকে রায় দেওয়া শুরু হয়। এরপর গত সাত বছরেরে প্রতিটিতে কোনো না কোনো মামলার রায় হয়। মোট ৪১টি রায়ে ৯৫ জনকে দণ্ড দেয় ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে ট্রাইব্যুনালে গড়ে প্রতি বছর ছয়টি রায় এসেছে। এরপর এবারই কোনো রায় দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, “করোনাভাইরাসের কারণে মামলার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। ট্রাইব্যুনালের বেশ কয়েকজন প্রসিকিউটর ও তাদের পরিবারের সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। ট্রাইব্যুনালের বহু কর্মীও আক্রান্ত হয়েছিলেন।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us