যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আছেন আর মাত্র ২০ দিন। দেশটির বেশির ভাগ প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদে ক্ষমতার স্বাদ পান। কিন্তু ট্রাম্পের কপালে সেটা জুটল না। বিশ্বজুড়ে চার বছর রাজত্ব করে তিনি বিদায় নিচ্ছেন আগামী ২০ জানুয়ারি।
ক্ষমতা থেকে যাওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অর্জন–ব্যর্থতার হিসাব নিশ্চয় হবে। সারা জীবন রাজনীতি না করেও সরাসরি হোয়াইট হাউসে ঢুকেছিলেন তিনি। আর এরপর চারটি বছর ধরে নানা ঘটন–অঘটনে ছিলেন মূলত সমালোচনার মুখেও। তারপরও কিছু ভালো কাজ তিনি করেছেন। তাঁর সমর্থকেরা অন্তত সেগুলো সামনে আনতে চাইবেন। সেই তালিকায় সম্ভবত সামনে থাকবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ।
যদিও মুসলিম বিশ্বকে বিভক্ত করে ট্রাম্পের এই প্রাপ্তিকে তাঁর সাফল্য বলবেন নাকি উল্টো সমালোচনা করবেন, সেটা প্রশ্নসাপেক্ষ।