বিতর্কমুক্ত আ.লীগ কতটা সম্ভব?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ১১:০০

দলকে বিতর্কমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সতর্ক পদক্ষেপ নিয়ে এগোচ্ছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিতর্কিত এবং দুর্নীতিবাজদের বাদ দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। চাঁদাবাজি, ক্যাসিনো ব্যবসাসহ অন্যান্য অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুপ্রবেশ বন্ধে কেন্দ্রীয় নেতাদের দিয়ে বাছাই কমিটি করা হয়েছে। কিন্তু এরপরও সমালোচকরা, এমনকি আওয়ামী লীগ নেতারাও বলছেন, খুব সহজে দলকে বিতর্কমুক্ত করা সম্ভব হবে না। এটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। লম্বা সময় ধরে সঠিক প্রক্রিয়া মেনে এগিয়ে গেলে বিতর্ক দূর করা সম্ভব।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের সভাপতির নির্দেশক্রমে দলকে বিতর্কমুক্ত রাখতে আমরা কাজ শুরু করেছি। বিতর্কিত, সমালোচিত, দুর্নীতিবাজ, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকাতে বাছাই কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে খুব বেশি সাংগঠনিক তৎপরতা চালানো যাচ্ছে না। যে কারণে এ কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us